পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অনিবার্য হলে ভারতের পাশে থাকবে বাংলাদেশঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৮:০০, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২৫, ৪ অক্টোবর ২০১৬
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অনিবার্য হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামে-বিএসআরএফ আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্ক ইস্যুতে সংলাপে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের অনেক অবদান রয়েছে। আর ভারত যদি কারও দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের পাশে থাকাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধাপরাধীদের সন্তানরা গোয়েন্দা নজরদারিতে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যদি বাংলাদেশের আইন-কানুন মেনে সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করে, সেক্ষেত্রে কোন সমস্যা হবে না।
আরও পড়ুন