ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছেন নগর মেয়র

প্রকাশিত : ১৮:১৬, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৬, ৪ অক্টোবর ২০১৬

শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন নগর মেয়র। নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যে নিয়োজিত থাকবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন ও পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপের আশপাশ এলাকা আলোকিত করা, রাস্তা সংস্কার করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কাজ করবে সিটি কর্পোরেশন। এ ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট  ও কালুরঘাট কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন কর্মসূচির ব্যয়ভার সিটি কর্পোরেশন বহন করবে বলেও জানান মেয়র। পরে আরেকটি অনুষ্ঠানে প্রবাসীদের সহায়তায় দরিদ্রদের মধ্যে রিকশা বিতরন করেন সিটি মেয়র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি