ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

চালু হচ্ছে পুলিশের হেলিকপ্টার ইউনিট

প্রকাশিত : ১৯:০৬, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:১৩, ৪ অক্টোবর ২০১৬

জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের হেলিকপ্টার ইউনিট চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী আরও বলেন, বন্দি প্রত্যার্পন চুক্তি থাকায় ভারতে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে, মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পহেলা জুলাই জঙ্গি হামলার পর ২ জুলাই সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান বেকারি থেকে নারী, শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে কানাডার বিশ্ববিদ্যালয় ছাত্র তাহমিদকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এর কয়েকদিন পর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় তাকে। ওই ঘটনায় তাহমিদের সম্পৃক্ততা না পাওয়ার কথা জানানোয়, তাকে জামিন দিয়েছে আদালত। এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। সচিবালয়ে এ’সবের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন ভারতে গ্রেফতার হওয়া বাংলাদেশী জঙ্গিদের বিষয়েও। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও ৩ আগস্ট গ্রেপ্তার করে দু’দফায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রোববার তাহমিদ জামিনে মুক্ত হলে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি জঙ্গিদের দেশে ফিরিয়ে আনার বিষয় নিয়েও কথা বলেন তিনি। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের একটি নতুন ইউনিট শিগগিরই চালু হবে বলে বলেও জানান তিনি। এদিকে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জঙ্গি হামলায় নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান দৃঢ় বলে মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি