শারাপোভার নিষেধজ্ঞা ২ বছর থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে
প্রকাশিত : ১৪:৩৬, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৬, ৫ অক্টোবর ২০১৬
টেনিস তারকা মারিয়া শারাপোভার নিষেধজ্ঞা দুই বছর থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে।
স্পোর্টসের সর্বোচ্চ বিচারিক আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এই রায় দেন। এর আগে চলতি বছরের জানুয়ারীতে তাঁকে আন্তর্জাতিক টেনিস থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিষিদ্ধ মাদক গ্রহন করেছিলেন। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করেন পাঁচবারের সাবেক গ্রান্ড স্লাম বিজয়ী শারাপোভা। আপিলের পর দীর্ঘ শুনানি শেষে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। তবে, এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি। নিষেধাজ্ঞার মেয়াদ কমায় আগামী বছর এপ্রিলে ফ্রেঞ্চ ওপেন টেনিসেই ফিরতে পারবেন শারাপোভা।
আরও পড়ুন