ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০ পাবলিক টয়লেট স্থাপন

প্রকাশিত : ১৮:০৪, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৪, ৫ অক্টোবর ২০১৬

আগামী বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০টি পাবলিক টয়লেট স্থাপন করা হবে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধন শেষে তিনি এ’কথা বলেন। মেয়র জানান, নতুন পাবলিক টয়লেট স্থাপনের জন্য ৪৭টি টেন্ডার দেয়া হয়েছে। পাশাপাশি ১৭টি পুরাতন পাবলিক টয়লেট সংস্কারের কাজ চলছে। সাঈদ খোকন জানান, এ’সব পাবলিক টয়লেটে ২৪ ঘন্টা বিদ্যুৎ ও পেশাদার পরিছন্নতা কর্মী থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াটার এইড বাংলাদেশের যৌথ উদ্যোগ এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করা হচ্ছে এ’সব পাবলিক টয়লেট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি