নীলফামারীতে গৃহকর্মী নির্যাতনে শিকার
প্রকাশিত : ১২:৩০, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩০, ৭ অক্টোবর ২০১৬
পা থেকে মাথা পর্যন্ত নির্যাতনের চিহ্ন নিয়ে নীলফামারীর ডিমলায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরজিনা খাতুন নামে এক শিশু। গৃহকর্মী হিসেবে নেয়ার পর তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। ভেঙ্গে দেয়া হয়েছে হাত-পায়ের আঙ্গুল, শরীরের বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে খুনতির ছ্যাঁকা। এ’ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে আরজিনার স্বজনরা।
নীলফামারীর ডিমলায় হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই কাতরাচ্ছে শিশু গৃহকর্মী আরজিনা খাতুন।
তাইজুল নামে টাঙ্গাইলের এক ব্যবসায়ীর বাসায় গৃহকর্মী হিসেবে পাঠানো হয়েছিল তাকে। তবে, ৭ বছর ধরে স্বজনদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি আরজিনাকে। বিভিন্ন অজুহাতে চালানো হয়েছে নির্যাতন।
সম্প্রতি আরজিনার স্বজনরা কৌশলে তাকে সেখান থেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের চিহ্ন তার সারা শরীরে। আরজিনার স্বাভাবিক হতে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় গৃহকর্তা তাইজুলের দৃষ্টান্তমূলক শাস্তি চান আরজিনার স্বজনরা।
নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন