ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের দোকানঘরে বিক্রেতা ছাড়া চলছে বেচাকেনা

প্রকাশিত : ১২:২৮, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৪১, ৭ অক্টোবর ২০১৬

রাজবাড়ীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততাকে মূলধন করে চলছে স্কুলের দোকানঘর। সততা স্টোর নামের এই দোকানঘরে বিক্রেতা ছাড়া চলছে বেচাকেনা। শিক্ষার্থীরা এখানে চার্টে ঝোলানো মূল্য তালিকা দেখে নিজেরাই কেনে পণ্য। শিশুদের সৎ ও চরিত্রবান করে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ। সততা স্টোর, বিদ্যালয়ের ছোট্ট এই দোকাঘর চলছে দোকানী ছাড়াই। সদা সত্য কথা বলিব, চুরি করিব না, চুরি করিলে আমরাই ঠগিবো- এমন মন্ত্র গাথাঁ আছে বিদ্যালয়ের প্রতিটি শিশুর অন্তরে। ঝোলানো চার্টের দাম অনুযায়ি পণ্য নিয়ে নির্ধারিত বক্সে নিজেরাই রাখে দাম । এখান থেকে খাদ্য আর বই-খাতা-পেন্সিল শিশুরা কিনে নেয় নিজ দায়িত্বে। ইসলামপুর স্বাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক  জানান শিশুদের মাঝে ন্যায়, নীতি, আদর্শ, সততার গুণ ছড়িয়ে দিতেই এমনটা করা হয়েছে। শুধু তাই নয়, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ক্লাসের ব্যবস্থা। এছাড়াও শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা বাড়াতে, কৃত্রিম মিনি চিড়িয়াখানা ও পার্ক, জেলা ও উপজেলার মানচিত্র, পশু-পাখির ম্যুরাল, শহীদ মিনার, ফোয়ারা, রিডিং কর্ণার বিদ্যালয়টিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি