আইনশৃঙ্খলাবাহিনীর পৃথক অভিযানে নব্য জেএমবি কমান্ডারসহ ১১ জঙ্গি নিহত
প্রকাশিত : ১৭:১৭, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২৯, ৮ অক্টোবর ২০১৬
গাজীপুর ও টাঙ্গাইলে তিনটি ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলাবাহিনীর পৃথক অভিযানে নব্য জেএমবি কমান্ডারসহ ১১ জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে ৯ জন গাজীপুরে ও দু’জন টাঙ্গাইলে নিহত হয়। পরে গাজীপুরে অভিযানস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পনের আহবানে সাড়া না দেয়ায় জঙ্গিদের উপর আক্রমন করেছে আইনশৃঙ্খলবাহিনী।
গাজীপুরের হাড়িনালের পশ্চিমপাড়া ও পাতারটেকের দু’টি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় র্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
পাতারটেক এলাকার স্থানীয় ওসমান আলীর এই বাড়ির দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় আত্মসমর্পণের আহবান জানানো হলেও জঙ্গিরা ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে উভয় পক্ষের মধ্যে বেশকিছুক্ষন গুলি বিনিময় চলে।
অভিযানে নিহত হয় নিষিদ্ধ জেএমবি’র ৭ সদস্য। নিহতদের মধ্যে নব্য জেএমবি’র সামরিক শাখার নেতা আকাশও রয়েছে।
হাড়িনালের পশ্চিমপাড়ার স্থানীয় আতাউর রহমানের বাড়িতে র্যাবের জঙ্গিবিরোধী অভিযানের সময় নিহত হয় তৌহিদুৃল ইসলাম ও রাশেদ মিয়া নামে দুই জঙ্গি। এ সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র। নিহতদের বাড়ি নরসিংদী। আর তারা নব্য জেএমবি’র নেতা বলে জানিয়েছে র্যাব।
এদিকে, শনিবার সকালে টাঙ্গাইলের কাগমারা গ্রামের স্থানীয় আজাহার মুন্সির এই বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব ও জঙ্গি সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় নিহত হয় দই জঙ্গি।
বাড়ির মালিক জানান, ছাত্র পরিচয়ে ক’দিন আগে তার বাসা ভাড়া নেয় নিহতরা।
গাজীপুর ও টাঙ্গাইলের জঙ্গিবিরোধী অভিযানে ৯ জঙ্গির নিহত হওয়ার ঘটনা জঙ্গিদের উপর বড় আঘাত বলে মনে করছে আইনশৃঙ্খলাবাহিনী।
আরও পড়ুন