খাদিজার শারীরিক অবস্থার উন্নতি
প্রকাশিত : ১৭:১৯, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২৮, ৮ অক্টোবর ২০১৬
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে আরো অন্তত ৩ সপ্তাহ পর্যবেক্ষনে রাখতে হবে বলে জানিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা। এদিকে ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুলের চাপাতির কুপে আহত এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগস নার্গিসকে ৪ অক্টোবর মুমুর্ষু অবস্থায় স্কয়ার হাসপাতালে আনা হয়। মস্তিকে অস্ত্রোপচারের ৯৬ ঘন্টা পর নার্গিসের শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন চিকিৎসক।
আরেক চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন জানিয়েছেন, আরো ৩ সপ্তাহ পর্যবেক্ষণের পর নার্গিসের শরীরের সর্বশেষ অবস্থা জানানো হবে।
এদিকে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানাতে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
ছাত্রীদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন