নিঃস্বার্থভাবে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন
প্রকাশিত : ১৭:২১, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২১, ৮ অক্টোবর ২০১৬
গৌতম বুদ্ধের আদর্শ ধারণ করে নিঃস্বার্থভাবে সবাইকে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন।
চট্টগ্রামে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বুদ্ধিস্ট ফাউন্ডেশনের নেতারা এই আহবান জানান। পাশাপাশি সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে বের হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বক্তারা। নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে বুদ্ধিস্ট ফাউন্ডেশনের সভাপতি মৃগাংক প্রসাদ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দেবপ্রসাদ বড়–য়া, ইউএসটির উপাচার্য ডাক্তার প্রভাত চন্দ্র বড়–য়াসহ অনেকে।
আরও পড়ুন