চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন গণপূর্ত মন্ত্রী
প্রকাশিত : ১৭:২৩, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২৩, ৮ অক্টোবর ২০১৬
চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের মাষ্টারপ্ল্যান তৈরি করতে প্রকৌশলীদের নির্দেশনাও দেন মন্ত্রী। বক্ষব্যাধি হাসপাতালের ১৬ একর খালি জমিতে এই বিশ্ববিদ্যালয় হবে। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি, নির্বাহী প্রকৌশলী মনির হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার প্রাণ গোপাল দত্তসহ অনেকে এ’সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন