ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

অনুমতি না মেলায় নির্ধারিত সময়ে শুটকী আহরণে সমুদ্র যাত্রা করতে পারছেনা জেলেরা

প্রকাশিত : ০৯:৫৭, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:৫৭, ৯ অক্টোবর ২০১৬

বনবিভাগের অনুমতি না মেলায় এবারও নির্ধারিত সময়ে শুটকী আহরণে সমুদ্র যাত্রা করতে পারছে না মংলায় উপকূলের প্রায় ত্রিশ হাজার জেলে। আর এতে করে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবেন জেলেরা, অন্যদিকে তেমনি মোটা অংকের রাজস্ব হারাবে সরকার। ব্যবসায়ীরা বলছেন দ্রুত এ সমস্যার সমাধান না করলে বড় অংকের লোকসান গুনতে হবে। বঙ্গোপসাগরের কোলঘেষা দুবলার চর। অক্টোবর পড়তে না পড়তেই শুরু হয় শুটকি আহরণ মৌসুম। মৌসুমকে সামনে রেখেই সমুদ্র যাত্রায় নেমে পড়েন উপকূলের জেলেরা। এর সঙ্গে জড়িত প্রায় ২ লাখ মানুষ। প্রতিবারের মত এবছরও জাল-নৌকাসহ শুটকী তৈরির সরঞ্জাম নিয়ে সমুদ্রে যাত্রার প্রস্তুতি নিয়েছে চরাঞ্চালের জেলেরা। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও মেলেনি বনবিভাগের অনুমতি। এ অবস্থায় চরম হতাশায় জেলে ও ব্যবসায়ীরা। দুবলার চরে শুটকী মৌসুকে ঘিরে প্রতিবছর ২ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করে সরকার। তাই সমুদ্রযাত্রার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস বন বিভাগের। তবে এই বিলম্বের পেছনে দায়িত্বে অবহেলা আছে কিনা তা তদন্ত করার আহ্বান জানিয়েছে স্থানীয় পর্যায়ের উন্নয়ন সংগঠনগুলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি