ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

‘গ্রীণ সুপার রাইস’ বিনা-১৭ উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট

প্রকাশিত : ১০:০৯, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:০৯, ৯ অক্টোবর ২০১৬

দেশের প্রায় বেশীর ভাগ অঞ্চলে বছরজুড়ে চাষের উপযোগী, উচ্চ ফলনশীল ‘গ্রীণ সুপার রাইস’  বিনা-১৭ উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও চীন এর যৌথ অর্থায়নে উদ্ভাবিত এই জাতের ফসল কম খরচে ঘরে উঠবে ১১৫দিনে। বিএডিসি বীজ উৎপাদন করলেই, বিনা-১৭ জাতের ধান চাষাবাদের জন্য কৃষক পর্যায়ে বিতরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বছর জুড়ে শষ্যের নিবিরতা বাড়াতে, কম দিনে ফসল ঘরে তোলা যায়, এমন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করছেন নিরন্তর। সেই, ধারাবাহিকতায়, গেল বছর বিনা-১৭ বা গ্রিন সুপার রাইস নামে উচ্চ ফলনশীল জাত কৃষক পর্যায়ে, চাষাবাদের ছাড়পত্র পেয়েছে। যার জীবন চক্র মাত্র ১১০ থেকে ১১৫দিন। লবনাক্ত ও বন্যা কবলিত এলাকা ছাড়া, দেশের সব অঞ্চলে,  সারা বছরই ধানটির চাষাবাদ সম্ভব। সার ও সেচ, লাগবে ২৫ ভাগ কম। প্রয়োজন পরবে না, বালাইনাশক প্রয়োগের। খাদ্য নিরাপত্তার প্রশ্নে এই ধানই আগামীতে, জনপ্রিয় হয়ে উঠবে এমনটাই আশাবাদ, পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি