ঠাকুরগাঁওয়ে অগ্নীকান্ডে নিহত ৫
প্রকাশিত : ১৬:১৩, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ১১ অক্টোবর ২০১৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পুলিশ কনস্টেবল সুরেশ চন্দ্র, তার স্ত্রী কেয়া, ছেলে নির্ণয়, মেয়ে নাইস ও কেয়ার বোন সন্ধ্যা। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কেয়া ও সন্ধ্যার। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিম উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত।
সোমবার ভোর পাঁচটা, তখনও ঘুম ভাঙেনি কারো। হঠাৎ করে লাগা আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় জনগাঁও গ্রামের এই বাড়িটি।
ফায়ার সার্ভিস জানায়, সুরেশের বাড়ির উপর দিয়ে যাওয়া ৪শ’ ৪০ ভোল্টের বিদ্যুৎ তার ছিড়ে পড়ে। এতে বাড়ির ভেতরে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ঘুমন্ত অবস্থাতেই মারা যায় কেয়া ও সন্ধ্যা।
মারাত্মকভাবে দগ্ধ হয় সুরেশ, ৮ বছর বয়সী ছেলে নির্ণয় ও ১০ বছর বয়সী মেয়ে নাইস। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মরা যায় নির্ণয়। চিকিৎসাধীন অবস্থায় মরা যায় সুরেশ ও নাইস ।
আরও পড়ুন