একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর জেলেদের পাস দেয়া শুরু
প্রকাশিত : ১৬:১৯, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৯, ১১ অক্টোবর ২০১৬
একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর বঙ্গোপসাগরের দুবলার চরে শুটকি আহরণের জন্য আজ মঙ্গলবার থেকে জেলেদের পাস দেয়া শুরু করেছে বনবিভাগ।
বিভাগীয় বনকর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ পাস দেয়া হবে। পরে শুটকি শুকানোর প্রযোজনে পাসের মেয়াদ আরো একমাস বাড়ানো হতে পারে। এবার চরে জেলে-ব্যবসায়ীদের জন্য ৮’শ ৬০ টি ঘর নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর ১ অক্টোবর থেকে সুন্দরবনের নদীগুলো থেকে মাছ ধরে তা শুটকীতে প্রক্রিয়াজাত করার অনুমতি দেয়া হলেও এবার তা দেয়া হচ্ছিলনা। এ নিয়ে ৯ অক্টোবর একুশে টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়।
আরও পড়ুন