কন্যা শিশু সূচকে হতাশা জনক চিত্র পাওয়া গেছে
প্রকাশিত : ১৭:৪৫, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৫, ১১ অক্টোবর ২০১৬
কন্যা শিশু সূচকে ‘বাংলাদেশ’ সর্ম্পকে হতাশা জনক চিত্র পাওয়া গেছে, এ বছরের গার্লস অরপচুনিটি ইনডেক্স রিপোর্ট এ।
সোমবার প্রকাশিত সেইভ দ্যা চিলড্রেনের এই রিপোর্টে, আফগানিস্থানের ছাড়া, সার্কভূক্ত দেশে গুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে আছে বাংলাদেশ। কন্যা শিশুদের জন্য বর্তমানে সবচেয়ে কঠিনদেশ নাইজার। আর, সবচেয়ে ভালো সুযোগ তৈরী করেছে সুইডেন। প্রতিবেদন তৈরীতে, বাল্যবিয়ে, কিশোরী বয়সে মাতৃত্ব, প্রসূতিমৃত্যুর হার, পার্লামেন্টে নারির প্রতিনিধিত্ব এবং নি¤œ মাধ্যমিকে ছাত্রীদের ঝড়ে যাওয়ার হারকে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন