ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

আশুরা উপলক্ষে হোসনি দালানে ইমামবাড়ার চারপাশ নিরাপত্তার চাদরে ঢাকা

প্রকাশিত : ১৮:২০, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ১১ অক্টোবর ২০১৬

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসনি দালানে ইমামবাড়ার চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। একইসাথে অনাকাক্ষিত ঘটনা এড়াতে সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। প্রতিবছরের মত এবারও আশুরা উদযাপনে প্রস্তুত শিয়া সম্প্রদায়, প্রস্তুত হোসাইনিয়া দালান। দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিল টি বের হয় এই হোসাইনিয়া দালান থেকেই। আর সে জন্যই নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গেলবারের অনাকাংক্ষিত ঘটনার পর এবার হোসাইনিয়া দালান ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে। যারা ভিতরে ঢুকছেন তাদের দেহের পাশাপাশি সাথে আনা যে কোন বস্তুই তল্লাশি করা হচ্ছে। পুরো ভবন রয়েছে সিসি ক্যামেরার আওতায়। মেয়র নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পরে তিনি প্রতিকি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাত করেন। পরে তিনি বলেন, যে কোন ধরনের অনাকাংক্ষিত ঘটনা এড়াতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থ্যা। যথাযথ ভাবগাম্ভির্য পরিবেশে পবিত্র আশুরা পালনে যেন কোন বাধা না পড়ে সেজন্য হোসাইনয়া দালান সহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বলেও জানান তিনি। ১০ই মহররম আশুরার দিন সকাল ১০টায় হোসাইনিয়া দালঅন থেকে জৌলুশপূর্ণ তাজিয়া মিছিল বের হবার কথা রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি