ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:১৪, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৪, ১১ অক্টোবর ২০১৬

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিজয়া দশমীর অঞ্জুলী প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এই উৎসব চলে থাকে। মোমবাতি  জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন সাংসদ ঊষাতন তালুকদার। পরে তিনি গুর্খা সম্প্রদায়ের মানুষদের কপালে টিকা লাগিয়ে উৎসবের সুচনা করেন। রাঙামাটি সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, লেখক ও গবেষক শিশির চাকমা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি