আজ পবিত্র আশুরা
প্রকাশিত : ১০:৪৭, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৭, ১২ অক্টোবর ২০১৬
আজ ১০ই মহররম, পবিত্র আশুরা। মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)স্বপরিবারে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হওয়ার শোকাবহ দিন। মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভির্য্যে স্মরণ করছেন দিনটি।
আশুরা আরবী শব্দ। এর অর্থ দশম দিন। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনের গুরুত্ব মুসলিম উম্মাহর কাছে অন্যান্য মাসের থেকে আলাদা। হিজরী ৬১ সনের এই দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হানে শহীদ হন বিশ্বনবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)
পবিত্র গ্রন্থে বর্ণিত আছ, এই দিনে আল্লাহ আদম (আ.) এর তওবাও কবুল করেছিলেন। হযরত ইবরাহিম (আ.) এর ওপর নমরুদের প্রজ্জলিত অগ্নিকুন্ডকে ঠান্ডা ও আরামদায়ক হবার নির্দেশও দিয়েছিলেন এই দিনে। হযরত মুসা (আ.) ফেরাউনের অত্যাচার থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে।
পৃথিবী সৃষ্টি, হযরত আইয়ুব (আ.) এর কঠিন পীড়া থেকে মুক্তি, হযরত ইসা (আ.) এর জীবিত অবস্থায় আসমানে উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনা ঘটে এই দিনে। পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামত মহররমের ১০ তারিখে হবে বলেও উল্লেখ রয়েছে পবিত্র ধর্মগ্রন্থে।
তবে কারবালার প্রান্তরে তৎকালীন শাসক ইয়াজিদের সৈন্য শিমার ইবনে জিলজুশান মুরাদী, ইমাম হোসাইন (রা)কে নির্মমভাবে হত্যার শোকাবহ ঘটনাই মুসলমানরা স্মরণ করেন বিশেষভাবে।
ঐতিহাসিক ও শোকাবহ এ ঘটনার স্মরণে প্রতিবছর এই দিনে নফল ইবাদত করেন সুন্নী মুসলমানরা। আর শিয়া সম্প্রদায় মাতম ও তাজিয়া মিছিলে পালন করে আশুরা।
আরও পড়ুন