বিএনপি নেত্রী দলীয় স্বার্থে নৃশংসতা করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:২৪, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৪, ১২ অক্টোবর ২০১৬
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের স্বার্থ না দেখে দলীয় স্বার্থে নৃশংসতা করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে। সরকারী খাতের কলকারখানাগুলোকে ধীরে ধীরে বেসরকারী খাতে ছেড়ে দেয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সহযোগি সংগঠন শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে শুভেচ্ছা জানান সংগঠনটির শীর্ষ নেতারা।
শ্রমিক নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে দেশের সেবায় কাজ করে যাবার আহবান জানান তিনি।
তবে, বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নিজের স্বার্থে দেশের মানুষের ক্ষতি করেছেন বলে আবারো অভিযোগ করেন শেখ হাসিনা।
বিদেশী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সুবিধা কাজে লাগিয়ে দক্ষ কর্মী তৈরিতে শ্রমিক নেতাদেরও সচেতন ভূমিকায় চান আওয়ামী লীগ সভাপতি।
অধিক লাভজনক করতে সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার ঘোষনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন