বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা, পোহাতে হচ্ছে দুর্ভোগ
প্রকাশিত : ১৭:৫৫, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ১২ অক্টোবর ২০১৬
মৌসুমী বায়ুর প্রভাবে গত মঙ্গলবার রাত থেকে চট্টগ্রামে ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দরনগরীবাসীকে।
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্যবাহী মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজে পণ্যখালাস। তবে, বন্দর জেটিতে জাহাজ থেকে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন