সিরিয়া ইস্যুতে পুন:রায় আলোচনায় বসার ঘোষণা
প্রকাশিত : ১০:৩৫, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৫, ১৩ অক্টোবর ২০১৬
সিরিয়া ইস্যুতে পুন:রায় আলোচনায় বসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
আলেপ্পোয় অব্যাহত বিমান হামলার জেরে সম্প্রতি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়েছে শনিবার সুইজারল্যান্ডে বিবাদমান গ্র“পগুলোর সঙ্গে আলোচনায় বসবে মার্কিন পররাষ্টমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সৌদি আরব, তুরস্ক এবং ইরানও আলোচনায় অংশ নিবে বলে আশা করা হচ্ছে। এদিকে বুধবার আলেপ্পের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রুশ ও সরকারী বাহিনীর বিমান হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
আরও পড়ুন