ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

৬ মাস ধরে ইন্টারনেট সংযোগ অচল; বন্ধ হয়ে আছে ময়মনসিংহের সরকারী অফিসের ডিজিটালাইজেশন

প্রকাশিত : ১০:৩৩, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৩, ১৩ অক্টোবর ২০১৬

৬ মাস ধরে ইন্টারনেট সংযোগ অচল থাকায় বন্ধ হয়ে আছে ময়মনসিংহের অধিকাংশ সরকারী অফিসকে ডিজিটাল করার কার্যক্রম। ফলে দাপ্তরিক কাজ করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে দায়িত্বপ্রাপ্ত আইসিটি কর্মকর্তারা জানান, জনবল সংকটের কারণে সেবা দেয়া যাচ্ছেনা। ২০১৪ সালে ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্ণমেন্ট, ইনফো সরকার ফেইজ টু প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। এর রাউটারটি ৬ মাস আগে অচল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ। এরপর থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগ দিয়ে সারতে হচেছ দাপ্তরিক কাজ। আইসিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েও কোন কাজ না হওয়ায় অভিযোগ পাওয়া যায়। একই অভিযোগ সরকারী বিভিন্ন দপ্তর প্রধান ও কম্পিউটার অপারেটরদের। তারা বলছেন, দীর্ঘ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রয়োজনীয় তথ্য যথা সময়ে পাঠানো যাচ্ছেনা। ভক্সপপ-১,২,৩-সরকারী কর্মকর্তা-কর্মচারী-ময়মনসিংহ। এদিকে, আইসিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে কাঙ্খিত সেবা দেয়া যাচ্ছে না। এ প্রকল্পের মাধ্যমে পুরো জেলায় প্রায় ৫শ’ ইন্টারনেট কানেকটিভিটির কাজ করা হয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে দ্রুত সমস্যা সমাধান চাইছেন ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি