পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে আমদানি নির্ভরতা কমাতে হবে
প্রকাশিত : ১০:৪৫, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৫, ১৩ অক্টোবর ২০১৬
তৈরি পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে টেক্সটাইলে আমদানি নির্ভরতা কমাতে হবে। আর দেশীয় কাঁচামালের সরবরাহ বাড়াতে রাষ্ট্রয়াত্ত ব্যাংক গুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন টেক্সটাইলখাত সংশ্লিষ্টরা।
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকখাত। এই শিল্পে কাজ করছে এক কোটির বেশি মানুষ।
দুই হাজার ২১ সালে মাধ্যম আয়ের দেশে পরিণত হতে এ’খাতে রপ্তানী আয় ধরা হয়েছে ৫০ বিলিয়ন ডলার।
তবে, তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ৮০ শতাংশই আমদানী নির্ভর। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে এক্ষেত্রে সরকারি সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়িরা।
একইসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও বন্দরের সুবিধা বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, কেবল রপ্তানি আয় বাড়লেই অর্থনৈতিক সক্ষমতা আসবেনা। এ’জন্য প্রয়োজন উৎপাদন ও বিপনন খরচ কমানো।
বর্তমান হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত অর্থনীতির দেশ হবে বলেও মনে করেন উদ্যোক্তারা।
আরও পড়ুন