মঙ্গল গ্রহে মানুষ পাঠানো হবে ২০৩০ সালের মধ্যেঃ ওবামা
প্রকাশিত : ১৪:৩৩, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৩, ১৩ অক্টোবর ২০১৬
মঙ্গল গ্রহে ২০৩০ সালের মধ্যে মানুষ পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনএন এ লেখা এক নিবন্ধে তিনি আরো জানান, এ’ ব্যাপারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে সরকার। তবে, এত অল্প সময়ের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানো কঠিন হবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
পৃথিবীর বাইরে ভিনগ্রহে পৌঁছানো কিংবা বসবাসের ইচ্ছা মানুষের দীর্ঘদিনের। ফলে মহাকাশের দখল নিয়ে জ্ঞান বিজ্ঞানে উন্নত দেশগুলোর মধ্যে একধরনের প্রতিযোগিতা চলছে গেল শতকের মাঝামাঝি সময় থেকেই।
২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছিলেন, ৩০ সালের মধ্যেই মঙ্গলে মানুষ পাঠানো হবে। সে অনুযায়ি কাজও করে যাচ্ছে নাসা। সিএনএনে লেখা নিবন্ধে, যেকোন মূল্যে মহাকাশে মার্কিন কর্তৃত্ব ধরে রাখার প্রত্যয় জানান ওবামা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহ¯পতিবার পিটসবার্গে বিজ্ঞানীদের এক সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
তবে, বর্তমান প্রযুক্তি দিয়ে এত কম সময়ের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানো কঠিন হবে বলে মনে করেন নাসার সাবেক এই বিজ্ঞানী।
এদিকে, মঙ্গল অভিযানের পরিবর্তে চাঁদে আরেকবার অভিযান অনেকবেশি ফলদায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন