আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কওমী শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ
প্রকাশিত : ১৮:২০, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ১৩ অক্টোবর ২০১৬
কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কওমী শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ’সব কথা বলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সনদের স্বীকৃতি না থাকায়, কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানানো হয়। এ’ব্যাপারে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষক- শিক্ষার্থীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় তারা।
আরও পড়ুন