ফুলের চাষ আর বিক্রি করেই আসমা আজ স্বাবলম্বী
প্রকাশিত : ১৭:৪৭, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৬, ১৪ অক্টোবর ২০১৬
গ্রামের নাম ফুলগাছ। নানা রঙের ফুল আর বিভিন্ন ফুলের চাষ হওয়ায় লালমনিরহাটে এই গ্রামটির নাম ছড়িয়ে পরেছে চারিদিক।। এই গ্রামের ফুলচাষী আসমা বেগম। লিজ নেয়া জমিতে ফুলের চাষ আর বিক্রি করেই আসমা আজ স্বাবলম্বী।
সারা গ্রাম জুড়ে শুধু ফুল আর ফুল। হলুদ লাল বেগুনী, নীল কি নেই এই ফুল রাজ্যে।
নানা রঙের ফুল আজ পালটে দিয়েছে ফুলগাছ গ্রামের আসমা বেগমের ভাগ্য। পাঁচ বছর আগেও তার সংসারে ছিল অনেক অভাব অনটন। রিক্সাচালক স্বামীর একার আয়ে হিমসিম খেতে হত তাদের। সংসারে দু:খ ঘোচাতে আসমা শুরু করেন ফুল চাষ। খরচ বাদ দিয়ে এখন প্রতিমাসে তার লাভ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা।
স্বজনেরা জানায় সারাদিন কাটে তার ফুল নিয়ে। আসমার বাগানে প্রায় ৫০ জাতের ফুল গাছ রয়েছে। এছাড়া আছে নানান জাতের ফলজ, ঔষধিহ মসলার গাছ। রংপুর বগুরা, গাইবান্ধাসহ দেশের বিভিণœ জেলা থেকে বিক্রেতারা আসেন ফুল আর চারা নিতে।
আসমা বেগমের সাফল্য দেখে গ্রামবাসীরাও উদ্বুদ্ধ হচ্ছেন ফুল চাষে।
আরও পড়ুন