ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে ঠিকভাবেই এগুচ্ছে দেশ
প্রকাশিত : ১৮:৩৫, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ১৩ অক্টোবর ২০১৬
ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে দেশ ঠিকভাবেই এগুচ্ছে বলে মনে করেন গবেষক ও বিশ্লেষকরা। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে, ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান বাস্তবায়নও অসম্ভব হবে না। তবে, এজন্য পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতিতে বাংলাদেশের আরো কৌশলী হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। রাজধানীতে ন্যাশনাল ডিফেন্স কলেজে, সেমিনারে বক্তারা এসব বলেন।
‘ফরেন পলিসি অব বাংলাদেশ : রোড ম্যাপ টু রিয়েলাইজেশন অব ভিশন- ২০৪১’ শিরোনামে এই সেমিনারে ওই সময়ে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান কেমন হবে; সেই উত্তর খোঁজার চেষ্টা করলেন বক্তারা।
বিশ্লেষকরা বলেন, সবার সাথে সু-সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষায় ভৌগলিক অবস্থানের সর্বোচ্চ ব্যবস্থার করতে হবে। উৎপাদন এবং যোগাযোগের কেন্দ্র বিন্দু হিসেবেও দেশকে গড়ে তোলার পরামর্শ দেন তারা।
২০৪১ সালে, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষ কর্মকর্তা তৈরির কথাও বলেন কেউ কেউ।
বক্তারা বলেন, জঙ্গিবাদ নিশ্চিহ্ন করে এগুতে হবে টেকসই উন্নয়নের দিকে।
দেশকে সঠিক লক্ষে এগিয়ে নিতে গবেষকদের সঙ্গে রাজনীতিবিদদের সমন্বয় প্রয়োজন বলেও জানান বক্তারা।
আরও পড়ুন