লিবিয়ায় পাচারের সময় আটক ৩৯
প্রকাশিত : ১৮:১৮, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৮, ১৩ অক্টোবর ২০১৬
লিবিয়ায় পাচারের সময় চট্টগ্রামে মানব পাচারকারী চক্রের সদস্যসহ ৩৯ জনকে আটক করেছে র্যাব। <ংঃৎড়হম>সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দু’দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, সংঘবদ্ধ একটি চক্র নানা প্রলোভন দেখিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজনকে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর তাদের লিবিয়ায় পাচারের চেষ্টা করছিলো। মানব পাচারকারীদের এই চেষ্টার কথা জানতে পেরে র্যাব অভিযান চালায়। জাল ভিসার মাধ্যমে এই চক্র অনেককে লিবিয়ায় পাঠিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। বৃহস্পতিবার বিকেলে নগরীর পতেঙ্গায় র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহ উদ্দীন আহমেদ। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন