রাজা ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে শোকের ছায়া
প্রকাশিত : ১১:২২, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:২২, ১৪ অক্টোবর ২০১৬
রাজা ভূমিবলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে থাইল্যান্ডে। গেল কয়েক দশকে দেশটির রাজনৈতিক উত্থান পতনের মধ্যে রাজাই ছিলেন থাইদের প্রধান অভিভাবক।
তার মৃত্যুর খবরে রাতে হাসপাতালের সামনে জড়ো হয় হাজারো মানুষ। <ংঃৎড়হম>আজ হাসপাতাল থেকে রাজার মৃতদেহ রাজপ্রসাদে নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে তার শেষকৃত্য অনুষ্ঠান। রাজার স্মরণে একমাসের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এরইমধ্যে দেশটির টিভি চ্যানেলগুলো সাদা কালো অনুষ্ঠান প্রচার শুরু করেছে। স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে রাজা ভূমিবলের মৃত্যু হয় বলে প্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে। মাত্র ১৮ বছর বয়সে রাজার দায়িত্ব নেন ভূমিবল। ৭০ বছর সিংহাসনে ছিলেন তিনি।
আরও পড়ুন