ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের

প্রকাশিত : ১৫:৫৬, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ১৪ অক্টোবর ২০১৬

রাজধানীর বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল ও সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকায়। বেগুন সহ বেশ কিছু সবজির মূল্য ৪০ টাকার উপরে। স্থিতিশীল রয়েছে মাছের বাজার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দোকানে মূল্য তালিকা ঝোলানো সহ বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। রাজধানীর বাজারে কয়েক সপ্তাহ ধরেই বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব দোকানে মূল্য তালিকা ঝোলানো সহ বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। কেজিতে ৩ থেকে ৭ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। মোটা চালের দাম সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। এদিকে বাজারে হরেক রকমের ছোট মাছে ডালা সাজানো রয়েছে । ছোট পাবদা ৫০০ টাকা পুটি মাছ ৩০০ টাকা আর ছোট চিংড়ি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম নয় মাছের মান নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। এদিকে মুদির দোকানে লবনের দাম কমেছে। মশুর ডাল, পেয়াজ, রশুন ও সয়াবিন-সহ অন্যান্য নিত্যপণ্যের দাম অনেকটা আগের মতোই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি