চিনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে নানা বিশ্লেষণ গুরুত্ব সহকারের দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যগুলোতে প্রচার
প্রকাশিত : ১৭:৪৬, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪২, ১৪ অক্টোবর ২০১৬
চিনের প্রেসিডেন্ট শি চিনপিনের বাংলাদেশ সফর নিয়ে নানা বিশ্লেষণ অত্যন্ত গুরুত্ব সহকারের প্রচার করছে দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যগুলো। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর শ্রম সম্পদের কারণে বাংলাদেশ ম্যানুফ্যাচারিংয়ে বিশ্বের নতুন কেন্দ্র হয়ে উঠবে। তারা বলেছেন, ভারত মহাসাগরে কৌশলগত কারণেই বাংলাদেশকে চীনের প্রয়োজন, প্রয়োজন বিশ্বপ্রবৃদ্ধির স্লথগতির সময় নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে দ্রুত অগ্রসরমাণ বাংলাদেশকে।
প্যাকেজঃ রাষ্ট্রীয় গনমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন, সিসিটিভি চীনের প্রেসিডেন্ট শি চিনপিনের বাংলাদেশ সফরের সর্বশেষ খবর সরাসরি সম্প্রচার করে শুক্রবার সকাল থেকেই। কিছুক্ষণ পরপরই দেখানো হয় দেশটির গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও আলোচনা। সেখানে আলোচকরা বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যতের কথা তুলে ধরেন।
বাংলাদেশে বড় বড় প্রকল্পের প্রস্তাব, দেশটিতে বিপুল পরিমাণ বিনিয়োগে চীনের এতো আগ্রহ কেন-রাষ্ট্রীয় গনমাধ্যমে এমন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা।
রাষ্ট্রীয় টেলিভিশনে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর চিত্র দিয়ে প্রতিবেদন শুরু করলেও এবং উপস্থাপকরা স্বল্পোন্নত দেশ আখ্যা দিয়ে প্রশ্ন করলেও বিশেষজ্ঞরা তুলে ধরেন বাংলাদেশের অমিত সম্ভাবনার কথাই।
আরও পড়ুন