ইকুয়েডর কর্তৃপক্ষ জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নর অভিযোগ
প্রকাশিত : ১৪:২১, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:২১, ১৮ অক্টোবর ২০১৬
ইকুয়েডর কর্তৃপক্ষ জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছে উইকিলিকিস।
সোমবার উইকিলিকসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপরই অ্যাসাঞ্জকে হত্যার গুজব উঠে। তবে সে জীবিত আছে বলে নিশ্চিত করেছে লন্ডনের ইকুয়েডর দূতাবাস। ২০১২ সাল থেকে দূতাবাসের রাজনৈতিক আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। উইকিলিকস-এর দাবি, শনিবার গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া ক্লিনটনের ভাষণ প্রকাশের কিছুক্ষণ পরই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তবে তার সাথে বিকল্প উপায়ে যোগযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে উইকিলিকস।
আরও পড়ুন