আজ থেকে শুরু হলো রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক সেমিনার
প্রকাশিত : ১৫:১১, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১১, ১৮ অক্টোবর ২০১৬
নিরাপদ পৃথিবী গড়ার লক্ষ্যে আজ থেকে শুরু হলো রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক সেমিনার।
সকালে রাজধানীর একটি হোটেলে সেমিনারের উদ্বোধন করা হয়। সার্ক, আসিয়ান সহ ২০টি দেশের ৪০ জন প্রতিনিধি এতে অংশ নেন। আলোচনায় বক্তারা বিভিন্ন দেশের রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার উপর বিভিন্ন কৌশল তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দেশসমূহে কীভাবে রাসায়নিক ব্যবস্থা নিরাপদ রাখা যায় তা নিয়েও আলোকপাত করা হয়। সেমিনারের উদ্বোধন করেন অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল উইপন্স-এর প্রধান আহমেদ উইমচু। এছাড়া, এতে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল আহসানসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগন।
আরও পড়ুন