ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

প্রবাসীদের পাঠানো অর্থ ঋণ হিসেবে নেয়ার চিন্তা করছে সরকার

প্রকাশিত : ২০:২৬, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:২৬, ১৮ অক্টোবর ২০১৬

প্রবাসীদের পাঠানো অর্থ সরকার সুনির্দিষ্ট সুদে ঋণ হিসেবে নেয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড- ২০১৫ প্রদান অনুষ্ঠানে এ’কথা বলে অর্থমন্ত্রী। তিনি বলেন, রেমিট্যান্সের টাকা ঋণ হিসেবে নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী বাজেটে এ’ ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা আসবে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন রেমিট্যান্স ছিল মাত্র ৪ থেকে ৫ বিলিয়ন ডলার; যা এখন ৩১ বিলিয়নে দাঁড়িয়েছে। এছাড়া, হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি