নেশার জন্য মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে পাচারকারীর হাতে শিশু
প্রকাশিত : ১০:৫৪, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৫৪, ১৯ অক্টোবর ২০১৬
সিরাজগঞ্জের কামারখন্দে নেশার টাকার জন্য ৪ বছরের এক শিশুকে অপহরন করে মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে পাচারকারীর হাতে তুলে দিয়েছে এক মাদকসেবী। ঘটনার পর অপহরনের মুল হোতা মাদকসেবী মঞ্জু আটক হলেও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ শিশু জান্নাতুলের। তাই দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
প্রায় দুই সপ্তাহ ধরে ফুটফুটে শিশু জান্নাতুলের খোঁজ পাচ্ছে না তার পরিবার।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের ষ্টেশনের কুলির সর্দার আনোয়ারের মেয়ে জান্নাতুল। গেল ৭ অক্টোবর বিকেলে ৪ বছরের জান্নাতুল বাড়ীর পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে জানা যায় একই গ্রামের মাদকসেবী মঞ্জু জান্নাতুল কে সিঙ্গারা খাওয়ানোর কথা বলে নিয়ে গেছে। ঘটনার পর মঞ্জুকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশের কাছে অপহরনের কথা স্বীকার মঞ্জু জানায় ৫ হাজার টাকায় মেয়েটিকে নাজমুল নামে এক ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে।
এদিকে মঞ্জু গ্রেফতার হবার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্তানকে না পাওয়ায় দিশেহারা জান্নাতুলের পরিবার।
একই সাথে অপহরণের এমন ঘটনায় আতংকে আছে গ্রামসবাসী।
এদিকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দ্রুত শিশুটিকে উদ্ধার এবং অপহরনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও জান্নাতুলের পরিবারের।
আরও পড়ুন