ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর শালবনে খাদ্য সংকটে ভুগছে প্রায় ৩শ’ বানর
প্রকাশিত : ১১:১৬, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৬, ১৯ অক্টোবর ২০১৬
ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর শালবনে খাদ্য সংকটে ভুগছে প্রায় ৩শ’ বানর। বানর দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে অসংখ্য দর্শনার্থী। নিরাপত্তাসহ দর্শনার্থীদের জন্য আরো সুযোগ-সুবিধা বাড়ানো গেলে শালবনকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠা সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কথা জানালেন বন বিভাগের কর্মকর্তারা।
পেটের ক্ষুধায় মানুষের ভয়কে জয় করেছে বনের পশু বানর। দর্শনার্থী দেখলেই খাবারের আশায় নাফিয়ে নেমে আসে নিচে। আর বনের খোলামেলা পরিবেশে বানরের সাথে ভাব বিনিময় করতে পেরে খুশি হন দর্শনার্থীরাও।
এ দৃশ্য সন্তোষপুর শালবনের। এই বনে প্রায় ৩শ’ বানরের বাস। কিন্তু ফলের বাগান না থাকায় খাবার সংগ্রহ করতে পারছে না বানরগুলো। বনবিভাগের কর্মকর্তা জানালেন, প্রায় ৩শ’ বানরের খাবারের জন্য মাসে বরাদ্দ মাত্র ৫ হাজার টাকা।
শালবন দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থী ছুটে আসলেও নেই তেমন কোনো সুযোগ-সুবিধা। ৩৬শ’ একরের এই শালবনে নেই সীমানা প্রাচীর। নিরাপত্তাসহ নেই পর্যটকদের থাকা-খাওয়া বা বসার মতো একটু ব্যবস্থা।
এদিকে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সীমানা প্রাচীর নির্মাণসহ বানরের খাদ্য ঘাটতি পূরণে মিশ্র বনায়নের উদ্যোগ নেয়ার কথা জানালেন বিভাগীয় বন কর্মকর্তা।
শালবনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে রাজস্ব বাড়ার সঙ্গে কর্মসংস্থান হবে অনেকের, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন