ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মাহমুদ ইব্রাহিম ৬৭ বছর ঘুরেও ঠিকানাহীন

প্রকাশিত : ১১:৪৪, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫১, ৪ মার্চ ২০১৬

৬৭ বছর ঘুরেও ঠিকানাহীন রয়ে গেলেন মাহমুদ ইব্রাহিম। ৭ দশক আগে ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ তাকে বাধ্য করে শরণার্থীর খাতায় নাম লেখাতে। এরপর শুধু পরিচয় আর ঠিকানার জন্য লড়াই করেছেন। মেলেনি নাগরিকত্ব। তার ১১ সন্তানের জীবনও আটকে গেছে একই খাতায়। একটি নম্বরই যাদের পরিচয়। মাহমুদ ইব্রাহিম। বয়সের সীমারেখা আশির ঘরে পৌঁছেছে। কিন্তু জীবন থেকে মুছতে পারেননি শরণার্থী নামের অভিশপ্ত শব্দটি। নানান দেশের নানা ক্যাম্পে ঘুরেছেন, অস্তিত্ব আর পরিচয়ের জন্য লড়াই করেছেন। কিন্তু নাগরিকত্ব মেলেনি। ১৯৪৮ সালে ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে দেশ ছাড়েন ৯ বছর বয়সী ইব্রাহিম। প্রায় ৭ লাখ প্যালেস্টাইনীদের সঙ্গে ট্রাকে চড়ে বসেন তিনিও। শুরু হয় তার শরণার্থী জীবনের পথচলা। এরপর জর্দানসহ ইরাকের বিভিন্ন শহরে কাটিয়েছেন ৬৭ বছর। শরণার্থী এক নারীকে বিয়ে করে সংসারও শুরু করেন। বাবা হন ১১ সন্তানের। তবে পিছু ছাড়েনি শরণার্থী শব্দ। মার্কিন আগ্রাসন থেকে শুরু করে আইএসের উত্থান বার বারই তাকে এক শহর থেকে আরেক শহরে পালাতে বাধ্য করেছে। এখন ইরাকের বাহরাকা ক্যাম্পে থাকছেন। সেলুন চালিয়ে সংসার চলে। শরণার্থী শিবিরে জন্ম হওয়ায় পরিচয় সংকটে তার সন্তানরাও। অনিশ্চিত জীবনের বোঝা বইতে হচ্ছে তাদের। জাতিসংঘের তথ্য বলছে, ইরাকে বসবাসরত ইব্রাহিমের মতো এমন আরো ৮ হাজার প্যালেস্টাইনী শরণার্থী খুঁজে ফিরছেন তাদের পরিচয়। আপন সত্ত্বার জন্য যাদের লড়াই চলছে ৭ দশক ধরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি