ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র আর সফল হবে না- সেতুমন্ত্রী, ইউপি নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি- হানিফ

প্রকাশিত : ১৪:৪৪, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৩, ৪ মার্চ ২০১৬

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র আর সফল হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুবল আলম হানিফ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ হয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। okaরাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে নির্মিত প্রামান্য চিত্র ‘ইতিহাসের মহানায়ক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক কুশিলবরা সহযোগিতা না করলে ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হতো না। এ থেকে শিক্ষা নেয়ার পরামর্শও দেন মন্ত্রী। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের মানববন্ধনে যোগ দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় তিনি সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দ্রুত কার্যকরের আহ্বান জানান। এদিকে কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জনগন বিএনপি’র সাথে নেই। এজন্যই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ হচ্ছে তারা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি