ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নিবন্ধনের তালিকায় বাদ পড়েছে অনেক জেলে, বাড়ছেনা সরকারি সহায়তা

প্রকাশিত : ১৬:৫৪, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫৪, ৪ মার্চ ২০১৬

দিনে-দিনে দীর্ঘ হচ্ছে নিবন্ধনের তালিকা। তারপরও বাদ পড়ছে অনেক জেলে। বাড়ছেনা সরকারি সহায়তার পারিমান। এমন দশায় দিন কাটছে জেলেদের। অভিযোগ, অনেক প্রকৃত জেলে সরকারি বরাদ্দের চাল থেকে থাকছেন বঞ্চিত। স্থানীয় জনপ্রতিনিধিও স্বীকার করলেন বরাদ্দ কম। তবে প্রশাসনের আশ্বাস বাড়ানো হবে বরাদ্দ। b jeleপাথরঘাটা উপজেলার বেশিরভাগ বাসিন্দাই জেলে কিংবা মাছ ব্যবসার সাথে জড়িত। নদীতে মাছ ধরার ব্যাপারে বিভিন্ন সময়ে সরকারি নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েন তারা। এ সময় সরকারিভাবে তাদের ৪০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও বেশিরভাগেরই অভিযোগ, তা তারা পাচ্ছেন না। বরাদ্দ বাড়েনি। তবে সরকারি সহায়তার জন্যে নিবন্ধিত জেলের সংখ্যা এবছর বেড়েছে প্রায় ৩ হাজার। এ নিয়ে বিব্রত স্থানীয় জনপ্রতিনিধিও। স্থানীয় প্রশাসন জানায়, জেলে নিবন্ধনের সাথে সাথে বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি