ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জামালপুরের ৭টি রেলস্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ০৮:৪৬, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

জনবল সংকটে বন্ধ জামালপুরের ৭টি রেলস্টেশন। এতে একদিকে যাত্রীরা ভোগান্তির শিকার, আরেকদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। আর স্টেশন বন্ধ থাকায় চালুগুলোয় বেড়েছে চাপ। রয়েছে বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা। স্টেশন আছে, নেই লোকবল; তাই বন্ধ কার্যক্রম। জেলার ১০৮ কিলোমিটার রেলপথে ১৯টি রেল স্টেশন; এর মধ্যে মোশাররফগঞ্জ, জামালপুর কোর্ট, কেন্দুয়া বাজার ও বাউশি স্টেশন দুই বছর ধরে বন্ধ। পিয়ারপুর, নান্দিনা ও দুরমুঠ স্টেশনের কার্যক্রম চলে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। লোকবলের অভাবে স্টেশনগুলো বন্ধ থাকায় ঘটছে শিডিউল বিপর্যয়। এতে যাত্রী-দুর্ভোগের পাশাপাশি রয়েছে দুর্ঘটনারও আশঙ্কা। রেলের রাজস্ব বৃদ্ধি ও যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে, জনবল নিয়োগের মাধ্যমে স্টেশনগুলো সচল করতে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জামালপুরের স্টেশন মাস্টার। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে বন্ধ রেল স্টেশনগুলো সচল করার দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি