ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

রাজনীতির ঐতিহাসিক ৭ নভেম্বর আজ

প্রকাশিত : ১৩:৫২, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫২, ৭ নভেম্বর ২০১৬

ঘটনাবহুল ৭ নভেম্বর আজ। বিপ্লব, প্রতি-বিপ্লব আর দ্বান্দ্বিক রাজনীতির ঐতিহাসিক দিন। জাসদ বলছে, এটি সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস। আর আওয়ামী লীগের মতে, মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার দিন। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল খুবই ঘটনাবহুল। তেসরা নভেম্বর জাতির জনকের হত্যাকারীদের উৎখাতের লক্ষে, সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন মেজর জেনারেল খালেদ মোশাররফ। এরপর কর্নেল তাহেরের নেতৃত্বে ১২ দফা দাবিতে সক্রিয় হয় বিপ্লবী সৈনিক সংস্থা। ০৬ নভেম্বর প্রতিবিপ্লবীরা উৎখাত করে খালেদ মোশাররফকে। পরদিন হত্যা করা হয় মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে। রাজনৈতিক নেতাদের অভিযোগ, জিয়াউর রহমান মুক্তি পেয়ে হত্যা করেন অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে। আর প্রসহনের বিচারে ফাঁসি দেয়া হয় কর্নেল তাহেরকে। আওয়ামী লীগ নেতা হানিফের মতে, আদর্শ ছাড়া বিপ্লব হয় না। আর ওই ঘটনার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন হাসানুল হক ইনু। ক্ষমতার উচ্চাকাঙ্খা থেকে জিয়াউর রহমান একের পর এক পথের কাঁটা সরিয়েছেন বলেও মনে করেন রাজনীতিকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি