ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শেষ মুহুর্তের জরিপে এগিয়ে রয়েছেন হিলারী

প্রকাশিত : ০৯:৪৪, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৪, ৮ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শেষ মুহুর্তের জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিনটন। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, হিলারী বিজয়ী হবার সম্ভাবনা ৯০ শতাংশ। কয়েকটি রাজ্যের ভোটারদের মাঝে এ জরিপ চালানো হয়। ফ্লোরিডা, মিশিগান ও পেনসিলভানিয়ার হিলারি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে বলা হয় জরিপটিতে। এদিকে এবিসি-ওয়াশিংটন পোস্টের জরিপে ৪ পয়েন্টে এগিয়ে আছেন হিলারী। বিবিসির জরিপে ৪ পয়েন্ট এবং ফক্স নিউজ ৪ পয়েন্ট এগিয়ে রেখেছে ডেমোক্রেট প্রার্থীকে। হিলারীর ই-মেইলে অপরাধমূলক কিছু ঘটেনি বলে এফবিআই প্রধান কংগ্রেসকে জানানোর পর উদ্যম ফিরে পায় ডেমোক্রেট শিবির। জনমতের পাল্লাও ভারী হয়ে উঠছে হিলারীর দিকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি