ভেঙ্গে পড়েছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা
প্রকাশিত : ১০:০৭, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৭, ৮ নভেম্বর ২০১৬
ভেঙ্গে পড়েছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। যানজট এখন নিত্যসঙ্গী নগরবাসীর। পায়ে হাঁটা পথ যানবাহনে পাড়ি দিতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ’জন্য ট্রাফিফ পুলিশের অব্যবস্থাপনাকে দায়ি করছে নগরবাসী।
নগরীর ব্যস্ততম এলাকা জিইসি মোড় থেকে ওয়াসা মোড়ের দুরত্ব প্রায় এক কিলোমিটার। পায়ে হাঁটা এই পথ গাড়িতে যেতে সময় লাগে অন্তত এক ঘন্টা। শুধু এই সড়কই নয়, নগরীর বিমান বন্দর ভিআইপি সড়ক, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাটসহ অধিকাংশ সড়কে যানজট এখন নিত্যসঙ্গী।
সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট থাকলেও, খুব বেশি তৎপরতা চোখে পড়ে না ট্রাফিক পুলিশের।
এছাড়া, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগও রয়েছে চালকদের।
নগরীতে যানজট তীব্র আকার ধারণ করার জন্য ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনাকেই দায়ি করছে নগরবাসী।
তবে, যানজট নিরসনে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেন নগর ট্রাফিক বিভাগের উর্ধ্বতন এই কর্মকর্তা।
যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ব্যবস্থা চায় নগরবাসী।
আরও পড়ুন