ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সমাজে পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন ছাড়া, নারীর অধিকার রক্ষা করা সম্ভব নয়- নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩২, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩২, ৫ মার্চ ২০১৬

সমাজের সব স্তরে থাকা পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন ছাড়া, নারীর অধিকার রক্ষা এবং সমতার সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। নারীর অধিকার বিষয়ে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় বক্তারা বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়লেও এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের মত অপরাধ বন্ধ হয়নি। এ’ লক্ষ্যে, সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই বলেও মত দেন আলোচকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি