ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কৃষিপন্য রফতানি করলে, আর্থিক প্রণোদনা দেবার বিষয়টি সরকার সক্রিয় বিবেচনায় রেখেছে- বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩১, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩১, ৫ মার্চ ২০১৬

কৃষিপন্য রফতানি করলে, ক্যাশ ইনসেন্টিভ বা আর্থিক প্রণোদনা দেবার বিষয়টি সরকার সক্রিয় বিবেচনায় রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানী একটি কনভেনশন সেন্টারে, পোল্ট্রি শিল্প নিয়ে এগ্রো কনফারেন্সে তিনি এ পরিকল্পনার কথা জানান। এছাড়া, আগামী ২০২১ সালের মধ্যে, পোল্ট্রি খামারের সাথে কম করে হলেও এক কোটি মানুষকে যুক্ত হবার সম্ভাবনা তৈরী হয়েছে বলেও মত তার। সেসময় তিনি আরো বলেন, উন্নয়নে ধারা অব্যহত থাকলে জিডিপি ৭ শতাংশের ঘরে পৌছানো সময়ের ব্যপার মাত্র।  ব্যাংকের সুদের হার কমিয়ে কৃষি বাণিজ্যের প্রসার এবং আধুনিক প্রযুক্তি সমন্বয়ে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রফতানি বাড়ানোর তাগিদও দেন বাণিজ্য মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি