৭ দিনে কর আদায়ের পরিমাণ ৫শ কোটি’র বেশি
প্রকাশিত : ১৮:১৯, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৯, ৮ নভেম্বর ২০১৬
বন্দরনগরী চট্টগ্রামে শেষ হওয়া আয়কর মেলায় সাতদিনে কর আদায়ের পরিমাণ ছাড়িয়েছে পাঁচশ কোটি টাকা। সপ্তাহব্যাপী মেলায় সেবা নিয়েছে প্রায় ৩ লাখ করদাতা। আর নতুন করদাতাযুক্ত হয়েছে তিন হাজার জন। সোমবার মেলার শেষ দিনেও ছিল সেবাগ্রহিতাদের উপচেপড়া ভীড়। করদাতাদের মধ্যে করভীতি দূর হওয়ায় মেলা আয়োজন সফল হয়েছে বলে মনে করছেন কর কর্মকর্তারা।
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত সপ্তাহব্যাপী করমেলার শেষ দিন ছিল সোমবার। সেবাগ্রহীতাদের প্রবল চাপে বিকাল ৫টার পর আরো এক ঘন্টা সময় বাড়িয়ে দেয়া হয়। এরপরও কর দিতে পারেনি অনেক গ্রাহক। তবে শেষ দিন এসেও যারা কর ও রিটার্ন জমা দিতে পেরেছেন তারা সন্তুষ্ট মেলার আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশ দেখে।
তবে অনেকেই মেলার সময় আরো বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো অনলাইনে কর দেয়ার সুযোগ তৈরি হওয়ায় খুশি করদাতারা।
কর কর্মকর্তাদের দেয়া তথ্য মতে মেলায় এ বছর কর আদায় হয়েছে ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা। যা গতবারের তুলনায় প্রায় ৩৪ কোটি টাকা বেশি।
তবে যেসব গ্রাহক মেলা থেকে সেবা নিতে পারেননি তাদের জন্য পুরো নভেম্বর মাসই উৎসব মুখর পরিবেশে রিটার্ন জমা দেয়ার সুযোগ আছে বলে জানান এই কর কর্মকর্তা।
মেলায় সাত দিনে রিটার্ন জমা হয়েছে ১৮ হাজার ৩৪৯টি। আর শেষ দিন কর আদায় হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২০২ টাকা।
আরও পড়ুন