নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ২ সাবমেরিনঃ রাষ্ট্রপতি
প্রকাশিত : ১৮:১৯, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৯, ৮ নভেম্বর ২০১৬
নৌবাহিনীতে শিগগিরই দু’টি সাবমেরিন যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনী হিসাবে গড়ে উঠবে বলেও জানান তিনি। মঙ্গলবার <ংঃৎড়হম>সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ঈসা খানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ’সব কথা বলেন। নৌবাহিনীর জন্য নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটি নির্মাণসহ অবগাঠামো উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি বানৌজা ঈসা খান’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে <ংঃৎড়হম>সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নৌ ঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান রাষ্ট্রপতিকে। পরে নৌবাহিনীর একটি চৌকষ দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বঙ্গবন্ধু নৌ বাহিনীর উন্নয়নে যুদ্ধজাহাজ সংগ্রহ এবং নৌবাহিনীর সব ঘাঁটিকে একযোগে কমিশনিং করেন।
বঙ্গোসাগরের বিশাল সমুদ্র এলাকার অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ব্লু ইকোনোমির মাধ্যমে সমুদ্রের এই বিশাল সম্পদ জাতির ভাগ্য উন্নয়নে কাজে লাগাতে হবে।
নৌবাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এই বাহিনীর আধুনিকায়নে শিগগিরই দু’টি সাবমেরিন যোগ হবে।
পরে রাষ্ট্রপতি নৌ বাহিনীর কর্মকর্তা, নাবিকদের গুরুত্বপর্ণ প্রশিক্ষণ ও লজিষ্টিক কাজে অনন্য অবদান রাখায় নৌবাহিনীর সর্ববৃহৎ জাহাজ ঈসা খানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। এ’সময় সংসদ সদস্য, সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন