ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

গ্যাসের চাহিদা মেটাতে আগামী ৫ বছরে ১০০টি কূপ খনন করা হবে- তৌফিক-ই-ইলাহী

প্রকাশিত : ১৯:০৯, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৯, ৫ মার্চ ২০১৬

গ্যাসের চাহিদা মেটাতে আগামী ৫ বছরে ১০০টি কূপ খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এছাড়া শিল্প খাতের প্রয়োজনে প্রতিবেশী দেশ থেকে গ্যাস আমদানি করা হবে বলেও জানান তিনি। বেসরকারি খাত গ্যাস আমদানি করতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন জ্বালানী উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানী খাতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক ড. মোহাম্মদ তামিম। পরে জ্বালানী খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। সেসময় দেশের শিল্পখাতের দূরাবস্থার চিত্র তুলে ধরে তা থেকে উত্তোরণের দাবি জানায় ডিসিসি। জ্বালানীখাতে সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এসব সমস্যা সমাধানে প্রতিবেশী দেশ থেকে গ্যাস আমদানিসহ নানা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা। যেসব শিল্পপ্রতিষ্ঠান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকবে তাদের কোয়ালিটি বিদ্যুৎ দেওয়া হবে বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি