ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১১:১৪, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:৩৩, ৯ নভেম্বর ২০১৬

সব জরীপ আর ভবিষ্যতবানী মিথ্যে প্রমাণ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টরাল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান দলের এ প্রার্থী। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে তাকে। ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ধনকুবের এই ব্যবসায়ীরই জয়জয়কার। সব জল্পনা কল্পনা আর আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে বাজিমাত করে মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন রিপাবলিকান দলের এই প্রার্থী। মোট ৫৩৮টি ইলেক্টরাল ভোটের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ভোটই দখল করে নেন ট্রাম্প। রিপাবলিকান রাজ্যগুলোর পাশাপাশি ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে আধিপত্য করেছেন  ট্রাম্প। ফ্লোরিডা, ওহিও, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়ার মতো রাজ্যগুলোতে জয় পান ট্রাম্প। তবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিদ্বন্দ্বী ডোমোক্র্যাট হিলারি ক্লিনটনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে তাকে। ব্যাটলগ্রাউন্ডখ্যাত রাজ্যগুলোতে খুব অল্প ব্যবধানে হিলারিকে হারিয়েছেন তিনি। এদিকে নির্বাচনের অপ্রত্যাশীত ফলাফলের পর নিউইয়র্কে সমর্থকদের সামনে আসেননি হিলারি ক্লিনটন। তার ক্যাম্পেইন চেয়ারম্যান জন পোডেস্টা বলেন, এরাতে তাদের আর কিছু বলার নেই। ট্রাম্পের জয়ে হোয়াইট হাউসে ডেমোক্র্যাটদের ৮ বছরের রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি